Easiest Way to Make Yummy প্রন কারি

প্রন কারি. থাই খাবার আমাদের মধ্যে অনেক জনপ্রিয়। আর তাই প্রন বা চিংড়ি মাছ দিয়ে একটি ঝটপট থাই কারি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য, যার নাম থাই প্রন কারি. Pls subscribe my channel Like and share my videos. Chinese Prawn Curry Recipe.জিভে লেগে থাকার মতো খুবই মজাদার চাইনিজ প্রন কারি তৈরির সহজ. কারি পেস্ট তৈরির উপকরণ. শুকনো মরিচ ৮-১০টি (২ টেবিল চামচ জলে ভিজিয়ে নিন), আদা রসুন কুঁচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ, আস্ত ধনে ১ টেবিল চামচ (টেলে . গোয়ান প্রন কারি . একটু অন্য স্বাদের চিংড়ি খেতে বানাতে পারেন গোয়ান প্রন কারি। স্পাইসি প্রন কারি.

প্রন কারি Chattogram Daily - Latest News from Chattogram (Chittagong) Top class online news portal for Bangladesh news and Chattogram News. Previous Article ঝাল ঝাল ফিশ খিচুড়ি রেসিপি. You can have প্রন কারি using 5 ingredients and 2 steps. Here is how you achieve it.

Ingredients of প্রন কারি

  1. It's of ৪টি গলদাচিংড়ি,২পিঁয়াজবাটা,রসুন ১০ কোয়াবাটা,আদাবাটা ১ টেবিলচামচ,.
  2. It's of কাঁচালঙ্কা ৪/৫ টি বাটা,গোলমরিচ গুঁড়ো ২টেবিল চামচ, টক দই ২টেবিল.
  3. You need of চামচ,টমেটো বড় ১ টা,১চা চামচ.
  4. It's of গরম মশলা, সর্ষের তেল ৬ টেবিল চামচ,নুন ও চিনি স্বাদমতো.
  5. It's of হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে ২চা চামচ,ধনে ২ চা চামচ,অল্প ভালো ঘি।.

প্রন কারি instructions

  1. প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি গুলো কড়াইতে সরষের তেল গরম করে ভেজে তুলে নিতে হবে।এবার সেই তেলে পিঁয়াজ, আদা রসুন আর কাঁচালঙ্কা বাটা গুলো সব একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে।এবার টক দই ত ফেটিয়ে দিতে হবে।এবার বেশ ভাজা ভাজা হলে তাতে টমেটো টা দিয়ে আবার মিশিয়ে নিতে হবে।ভাল করে মিশে গেলে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে কষাতে হবে।মশলা থেকে তেল ছাড়লে তাতে চিংড়ি গুলো দিয়ে মিশিয়ে নিয়ে স্বাদমতো নুন আর চিনি দিতে হবে।.
  2. এবার বল করে তেল ছাড়লে ওপরে থেকে অল্প একটু ভালো ঘি ছড়িয়ে নামিয়ে নিয়ে ভাত,রুটি পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে এই প্রণ কারি।.

0 Response to "Easiest Way to Make Yummy প্রন কারি"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel