How to Make Yummy এঁচোড়ের কোপ্তা কারী
এঁচোড়ের কোপ্তা কারী. Tap to view the recipe in Bengali!
You can have এঁচোড়ের কোপ্তা কারী using 14 ingredients and 5 steps. Here is how you achieve it.
Ingredients of এঁচোড়ের কোপ্তা কারী
- Prepare of এঁচোড়(ছোট টুকরোয় কাটা).
- It's 1 of টি সিদ্ধ আলু.
- Prepare of পছন্দ মতন ডাল - ১/2কাপ (ভিজিয়ে রেখে বাটা.
- It's of আদা বাটা - ১ চা চামচ,.
- Prepare of নুন-স্বাদমতো, চিনি - ১/২ চা চামচ.
- It's of তেল- প্রয়োজন মতো.
- You need of তেজপাতা - ১.
- Prepare of জিরে গুঁড়ো - ১.
- You need of ধনে গুঁড়ো - ১ চা-চামচ.
- It's of শুকনো লঙ্কা বাটা - ১ চা চামচ.
- You need of কাঁচা লংকা - ২ টি বাটা,.
- You need of টমেটো বাটা - ১ কাপ.
- Prepare of আদা বাটা - ১ চা চামচ.
- You need of হলুদ গুঁড়ো.
এঁচোড়ের কোপ্তা কারী instructions
- এঁচোড়ের টুকরোগুলো নুন, হলুদ দিয়ে সিদ্ধ (খুব নরম করে) করে, জলটা ফেলে দিতে হবে।.
- এবার একটি পাত্রে, সিদ্ধ এঁচোড়ের সাথে ডাল বাটা (ডাল বাটার পরিবর্তে বেসন) আলু,আদা বাটা,নুন,লঙকা চিনি ভাল মতো মিশিয়ে চটকে নিন।.
- মিশ্রণটা থেকে মাঝারি আকারের চ্যাপটা বলের মত করে কোপ্তা গড়ে কাজুবাদাম কিসমিস মধ্যে দিয়ে,তেলে কোপ্তা গুলো লালচে করে ভেজে তুলে নিতে হবে ।.
- গ্রেভি তৈরির প্রণালিঃ একটি কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিন l এবার সবমশলা দিয়ে ভাল ভাবে কষিয়ে নিতে হবে।টকদই দিতে হবে। মশলা কষানো হয়ে এলে তেল বেরলে তাতে কোপ্তা দিয়ে দিন। অল্প জল মিশিয়ে একটু ঢাকা অল্প আঁচে রাখতে হবে । এরপর স্বাদের জন্য এতে ঘি, গরম মশলা, ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম.
- €এঁচোড়ের কোপ্তা কারী নিরামিষও করা যায় আবার পেঁয়াজ, রসুন বাটা দিয়ে আমিষ ও রাঁধা যায় l$.
0 Response to "How to Make Yummy এঁচোড়ের কোপ্তা কারী"
Post a Comment