Easiest Way to Prepare Perfect জিরা চিকেন

জিরা চিকেন. Hello friends, Welcome to my channel. If You like this video please Like, Comments & Share it with your friends. Welcome back to my channel BD Seuli.

জিরা চিকেন I. চিকেন কষা, চিকেন তন্দুরি, চিকেন রোস্ট, চিকেন দোপেয়াজো . আজ আমি যেই অতি সহজ চিকেনের রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে জিরা চিকেন . রেসিপি: মোগলাই চিকেন মাসালা . মতো। টক দই ২ টেবিল-চামচ। তেল আধা কাপ। টালা জিরা গুঁড়া ১ টেবিল-চামচ। কাঁচামরিচ ও ধনেপাতা কুচি পরিমাণ . চুলায় মোজারেলা চিজ স্টাফড গ্রিল চিকেন, জাফরানি জিরা পোলাও ও স্ট্যার ফ্রাইড ভেজিটেবলস রান্না করেছে কানিজ ফাতেমা ও তার ছেলে সৈয়দ নূর আরেফিন। এবার পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন মজাদার হোয়াইট চিকেন। আরও রেসিপি. চাইনিজ চিকেন উইংস চিকেন মিট লোফ চিকেন নাগেটস বাঙালির চিকেন বিরিয়ানি . জিরা, এলাচ, দারচিনি ফোরণ দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ ভাজা হলে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা . Ingredients মাংসঃ ১/২ কেজি পেঁয়াজঃ ১ কাপ রসুন কুচিঃ ১ টেঃ চামচ পাউরুটিঃ ৩ টা তরল দুধঃ ৪ টেঃ চামচ ধনেপাতা কুচিঃ ১/২ কাপ জিরা গুঁড়াঃ ১ টেঃ চামচ মরিচ গুঁড়াঃ ১ টেঃ. মুরগির মাংসের সঙ্গে সবজি দিয়ে রান্না করে ফেলতে পারেন ঝাল-মিষ্টি চিকেন কারি। এতে যেমন মাংস খাওয়া হবে, তেমনি খাওয়া হবে সবজিও। ঝাল-মিষ্টি চিকেন কারি . উপকরনঃ চিকেন রান্নার জন্যঃ ১। ১ কেজি মুরগি (চিকেন) ২। আদা বাটা দেড় চা চামচ ৩। রসুন বাটা দেড় চা চামচ ৪। ধনিয়া গুড়া ১ চা চামচ ৫। জিরা গুড়া ১ চা চামচ ৬। ⚪ জিরা গুঁড়ি ০.৫ চা চামুচ ⚪ টেলে নেয়া জিরা গুঁড়ি ০.৫ চা চামুচ ⚪ গরম মসলার গুঁড়ি ১ চা চামুচ ⚪ সামান্য ধনে পাতা উপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস চারকোনা করে টুকরা করা এক বাটি। আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে। জিরা গুঁড়া আধা চা-চামচ। মরিচ গুঁড়া ১ চা-চামচ। ওয়েস্টার সস . স্বাগতম বিডি সংসার এর রেসিপি সেকশনে। আজ রেসিপি আয়োজনে থাকছে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্নার অন্য রকম একটি রেসিপি। আসুন তাহলে দেখে নেই কিভাবে সহজ . চিকেন টিকিয়া কাবাব মুরগির মাংস দিয়ে টিকিয়া; মোজারেলা চিজ স্টাফড গ্রিল চিকেন, জাফরানি জিরা পোলাও ও স্ট্যার ফ্রাইড ভেজিটেবলস ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিকেন দম বিরিয়ানি। আরও রেসিপি. রেসিপি: বিরিয়ানি চিকেন মালাই বিরিয়ানি আখনি বিরিয়ানি চিলি চিকেন উপকরণ :. রসুন ,জিরা ও ধনে গুড়ো ,লেবুর রস ,ময়দা, ডিম,ও লবন দিয়ে মাখিয়ে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। . - জিরা গুড়া, ১ চা চামচ . নাহ, আপনার চিকেন বিরিয়ানি রান্না হলো না!!! আব্বু মুরগির বদলে গরুর মাংস এনেছিলেন বাসায়, তাই আপনার দেয়া . চিকেন তেহারি রান্নার রেসিপি। পুরান ঢাকার হোটেলের মতো চিকেন তেহারি রেসিপি। চিকেন ব্রেস্ট ২ কাপ . জিরা গুঁড়া, লবন, শুকনা ধনিয়া পাতা, লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। . উপকরণ: দেড় কাপ মুরগির মাংসের কিমা। ১ টেবিল-চামচ ধনেপাতা-কুচি। আধা কাপ পেঁয়াজ-কুচি। ১ টেবিল চামচ করে আদা ও রসুন কুচি। দুএকটি মরিচ-কুচি। গোলমরিচ . সাধারণ জিরা গুঁড়ি ০.৫ চা চামুচ . আজকের রেসিপিঃ শাহী চিকেন রোস্ট . চিকেন ডাকবাংলো . উপকরণ . চিকেন- ১ কেজি . দই. পেঁয়াজ-( মাঝারি মাপের ৪টে) আদা- ১০ . চিকেন রান্নার জন্য যা যা লাগবে-১. মুরগী- ১ কেজি. ২. আদা বাটা- ১.৫ চা চামচ. ৩. ধনিয়া গুড়া- ১ চা চামচ. ৪. জিরা গুড়া- ১ চা চামচ. ৫. টকদই- ২ টেবিল . চিকেন বিরিয়ানি উপকরণঃ মুরগির মাংসের ৮ টি বড় টুকরো, বাসমতি চাল - ১ কেজি , গোলমরিচ - ৫ টি, টকদই - ১ কাপ , আদা, রসুন বাটা - ১ টেবিল চামচ করে , এলাচ, দারচিনি, লবঙ্গ . গোটা জিরা ছড়ানো মুরগির মাংসের একটি ভিন্ন পদ 'জিরা চিকেন'। আর পুরো রান্না করতে আপনার সময়ও লাগবে মাত্র আধা ঘণ্টা। তাহলে চলুন দেরি . চিকেন টিকিয়া কাবাব You can have জিরা চিকেন using 6 ingredients and 2 steps. Here is how you achieve it.

Ingredients of জিরা চিকেন

  1. You need of ৫০০ গ্রাম চিকেন, গোটা জিরে ১ ১/২ টেবিল চামচ,হলুদ গুঁড়ো.
  2. You need of ১টেবিল চামচ,গরম মশলা গুঁড়ো ১টেবিল চামচ,ধনে গুঁড়ো ১ টেবিল.
  3. It's of চামচ,গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ,লঙ্কা গুঁড়ো ১চা চামচ,নুন ও.
  4. It's of চিনি স্বাদমতো।পিঁয়াজ ২টি বড়,আদা বাটা ১ টেবিলচামচ,১/২ পাতিলেবু,.
  5. It's of ভালো ঘি ৬ টেবিল চামচ,দুটো কাঁচালঙ্কা,.
  6. It's of সাজানোর জন্য একটু টক দই।.

মুরগির মাংস দিয়ে টিকিয়া; মোজারেলা চিজ স্টাফড গ্রিল চিকেন, জাফরানি জিরা পোলাও ও স্ট্যার ফ্রাইড ভেজিটেবলস চিকেন দিয়ে তৈরি করা যায় নানারকম সুস্বাদু খাবার। তেমনই একটি পদ হলো চিকেন পাকোড়া। খুব সহজেই আপনি এটি তৈরি করতে পারবেন। চলুন রেসিপি জেনে নেয়া যাক-\\r\\n. বাঁধাকপি চিকেন কষা. চাইনিজ, থাই বা ইটালিয়ান কোন রেসিপি না, আবার একদম নতুন কোনো আইটেমও না। শীতে আমরা এটা অনেক বেশী রান্না করি, কারণ এটা খেতে যেমন মজা . চিকেন টিকিয়া কাবাব

জিরা চিকেন instructions

  1. প্রথমে গোটা জিরে টাকে হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে।এবার কড়াইতে ঘি গরম করে পিঁয়াজ কুঁচো দিয়ে ভাজতে হবে।একটু বাদামি হয়ে গেলে গোটা জিরে ভাজা আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চিকেন টা দিতে হবে।চিকেন টা ভাজা হলে এবার সব গুঁড়ো মশলা,স্বাদমতো নুন ও চিনি,কাঁচালঙ্কা দুটো চিরে দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে।আর অল্প একটু জল দিয়ে ঢাকা দিতে হবে।.
  2. এবার পুরো চিকেন টা সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিয়ে তাতে পাতিলেবুর রস টা দিয়ে মিশিয়ে ওপরে টক দই দিয়ে সাজিয়ে রুটি, পরোটা,নান,লুচি দিয়ে পরিবেশন করতে হবে জীরে চিকেন।.

0 Response to "Easiest Way to Prepare Perfect জিরা চিকেন"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel